Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

ক্রমিক

প্রদেয় সেবা/ কাজের নাম ও স্থান

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময়সীমা

তদারকী ও সেবা প্রদানকারীর পদবী

বিভাগাধীন পরিবার পরিকল্পনা এবং মাতৃমঙ্গল, শিশু ও প্রজনন স্বাস্থ্য পরিচচর্যা কায©ক্রমের তদারকী ও সমন্বয়:

কার্যপরিধি - ২০০৭

নিয়মিত ভাবে

পরিচালক, পরিবার পরিকল্পনা

বিভাগাধীন পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি মূল্যয়ন ও পরিবীক্ষণ, কর্মসূচী বাস্তবায়নে সমস্যা চিহিৃত করা এবং উহা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন;

বিভাগাধীন পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত সকল স্বেচ্ছাসেবী ও অসরকারী সংগঠন (এনজিও)  এবং বিশেষ  প্রকল্পের কাজের তদারকী ও সমন্বয় সাধন;

বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তর এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে পরিবার পরিকল্পনা এবং মাতৃমঙ্গল ও শিশু স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রমের সমন্বয় সাধন;

বিশেষ তদারকী দল ও ক্লিনিক্যাল সুপারভিশন দলের পরিদর্শন প্রতিবেদনের সুপারিশ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ, মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের পরিশিষ্ট প্রতিবেদনের নির্দেশনাবলী বাস্তবায়ন এবং বিভিন্ন উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত সভার নিদ্ধান্ত বাস্তবায়ন জন্য ব্যবস্থা গ্রহণ; 

বিভাগাধীন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে গঠিত পরিবার পরিকল্পনা কমিটি এবং এমসিএইচ সমন্বয় কমিটির মাসিক সভা নিয়মিত অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং উক্ত সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা ;

বিভাগে অবস্থিত আঞ্চলিক পণ্যাগার, জেলা রিজার্ভ ষ্টোর এবং উপজেলা ষ্টোরে জন্ম নিরোধক সামগ্রী, অন্যান্য উপকরণ ও সরঞ্জমাদি এবং ঔষধের মজুদ ও সরবরাহকরা। প্রতি তিন মাসে প্রতিটি আঞ্চলিক পণ্যাগার, সকল জেলা রিজাভ  ষ্টোর এবং কয়েকটি উপজেলা ষ্টোর ন্যূনপক্ষে একবার পরিদর্শন করা ;

ব্যবস্থা পর্যলোচনা করা

তথ্য শিক্ষা এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচী বাস্তবায়ন, তদারকী ও সমন্বয় ;

বিভাগের জেলা সমূহের তৃতীয় ও চতুর্থ ও শ্রেণীর কর্মচারীদের আন্তজেলা বদলী এবং সরকার কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-1985 অনুসারে শৃঙ্খলাজনিত ব্যবস্থা গ্রহণ;

১০

 

বিভাগের অন্তর্ভূক্ত জেলা সমূহের উপ-পরিচালকদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের প্রতিবেদনকারী কর্মকর্তা এবং সহকারী পরিচালক (পঃ পঃ/সিসি), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি/ ক্লিনিক) গণের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা হিসেবি দায়িত্ব পালন ;

১১

বিভাগের আওতাধীন জেলা সমূহের উপ-পরিচালকগণের অগ্রিম ভ্রমনসূচী অনুমোদন এবং ভ্রমন ভাতা বিল প্রতিস্বাক্ষর করা। তিনি প্রতি তিন মাস অন্তর উপ-পরিচালকদের ভ্রমন কার্যক্রম সংক্রান্ত  পর্যবেক্ষণ প্রতিবেদন মহাপরিচালক বরাবর প্রেরণ করবেন;

১২

বিভাগাধীন জেলাসমূহের উপ-পরিচালক ও সহকারী পরিচালকদের নৈমিত্তিক ছুটি প্রদান এবং অধীনস্থ সকল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অর্জিত ছুটি মঞ্জুর ;

১৩

প্রদত্ত আর্থিক ক্ষমতা অনুসারে বরাদ্দকৃত অর্থে প্রশাসনিক অনুমোদন ও মঞ্জুরী প্রদান;

১৪

বিভিন্ন প্রতিবেদন যথা সময়ে প্রেরিত হচ্ছে কিনা তা নিশ্চিতকরণ ;

১৫

মহাপরিচালকের নির্দেশে  বিভিন্ন অভিযোগের অথবা তিনি নিজে যে সব অভিযোগ প্রাপ্ত হবেন তা তদন্ত করা ;

১৬

বিভাগাধীন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় অনুশাসন কার্যক্রমের তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন ;

১৭

উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন ;